নওয়াপাড়ার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পীরবাড়ি মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ মাওলানা মো. শওকত আলী বিশ্বাস (৬৫)উপজেলার বনগ্রামে বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহি —-রাজিউন। তার মৃত্যুতে পীরবাড়ী মাদ্রাসারশ শিক্ষক -শিক্ষার্থী,তার হাতে গড়া আহমদ আলী সরদার হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষার্থীও চাপাতলা চেংগুটিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ওগুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রবিবার সকাল সাড়ে ৮ টায় তার গ্রামের বাড়ি বাহিরঘাটের চাপাতলা চেংগুটিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা -মসজিদ সংলগ্ন স্হানে দাফন করা হয়। নামাজে জানাজার পরিচালনা করেন মরহুমের ভাগনা হাফেজ মো. কামরুল ইসলাম। এ সময় জানাজার নামাজে শরিক হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলা, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, চেংগুটিয়া পূর্বপাড়া মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু তালহা,মুপতি ইসমাইল রাহমানি,মাওলানা সফিকুল ইসলাম,মাওলানা রবিউল ইসলাম, ইউপি সদস্য আঃহক,মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা জহিরুল হক,বড় ভাই আমজেদ আলী বিশ্বাস, প্রমুখ।
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি