ইউক্রেনকে আরও ৩৭৫ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে আরও ৩৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায়.
ইউক্রেনকে আরও ৩৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় চলমান বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
বিষয়টির সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ সামরিক সহায়তা প্যাকেজে কামান, গোলাবারুদ ও এইচআইএমএআরএস রকেট লঞ্চার রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে নানা ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে সামরিক সহায়তা দিয়েও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে থেকেছে দেশটি।
শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট ‘জি-৭’ এর শীর্ষ সম্মেলন। জি-৭ এর শীর্ষ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা ছাড়াও যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্লেষকদের ধারণা, তিন দিনের এ সম্মেলনে প্রাধান্য পেতে পারে ইউক্রেন ইস্যু। এতে যুদ্ধ বন্ধে জোটের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
এদিকে সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে জি-৭ দেশগুলো থেকে কোনো প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবা রাশিয়ায় যাবে না।
খবরে বলা হয়েছে, জি-৭ সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের নেতারা। রাশিয়াকে ‘ওয়ার মেশিন’ অভিহিত করে নেতারা বলেছেন, জি-৭ দেশগুলো থেকে কোনো প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবা রাশিয়াকে দেয়া হবে না।