গার্দিওলার আরেকটি ‘পুতুলনাচ’ নাকি টেন হাগের কৌশলে কার্যোদ্ধার
‘আমরা বন্ধু নই’—এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বির আগে কথাটা বলেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। বন্ধু নন, কিন্তু শত্রুও যে হতে চান না, সে ইঙ্গিতও স্পষ্ট ছিল গার্দিওলার কথায়। নয়তো প্রতিদ্বন্দ্বী কোচের জন্য মুখে নিশ্চয়ই প্রশংসার তুবড়ি ছোটাতেন না। কিন্তু ফুটবলে এসব প্রশংসাবাণীকে যে বিনা সন্দেহে বিশ্বাস করতে নেই, তা নিশ্চয়ই অজানা নয় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের। ‘শত্রু’কে মিষ্টি কথার ফাঁদে ফেলে শিকার করার এ কৌশল তো বহু পুরোনো।
যিনি গতকাল সংবাদ সম্মেলনে এসে তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন, সেই গার্দিওলাই আড়ালে বসে নিশ্চিতভাবে আরেকটি ‘পুতুলনাচ’ নাচানোর উপাখ্যান লিখছেন। বিপরীতে টেন হাগও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। ডার্বিতে তিনিও লিখতে চান আরেকটি বিজয়গাথা। তাই শিষ্যদের নিয়ে সিটিকে আটকানোর ফাঁদ আঁটছেন এই ফ্লাইং ডাচম্যানও। অপ্রতিরোধ্য গার্দিওলার ঘরোয়া ডাবল তথা ট্রেবল জয় রুখে দিতে নিখুঁত একটা চিত্রনাট্য যে তাঁর খুব প্রয়োজন।
তবে কৌশল আঁটলেই তো আর হয় না, মাঠে সেটির সঠিক বাস্তবায়নের ওপরই নির্ভর করছে লড়াইয়ের ফলাফল। তাই ডার্বি জিততে আজ রাতে যা প্রয়োজন, তা হলো চিত্রনাট্য তথা কৌশল ও পারফরম্যান্সের দুর্দান্ত সমন্বয়। তবে এই ম্যাচেও দুই দলের মধ্যে এমন কিছু জায়গা আছে, যা ম্যাচের ভাগ্যনির্ধারক হয়ে উঠতে পারে।
ম্যানচেস্টার ডার্বিতে লম্বা সময় ধরে রাজত্ব করা ইউনাইটেড নগরপ্রতিদ্বন্দ্বীদের ১৮৯ ম্যাচ খেলে ৭৮টিতেই জিতেছে, বিপরীতে সিটির জয় ৫৮ ম্যাচে। ড্র হয়েছে অন্য ৫৩ ম্যাচে। তবে এই পরিসংখ্যানে শুভংকরের ফাঁকিও আছে। কারণ, সাম্প্রতিক দৃশ্যপটটা ভিন্ন। ২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর ১৮ ম্যাচের ৯টিতেই জিতেছে সিটি। অন্যদিকে এফএ কাপে এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়ে ইউনাইটেড জিতেছে ৬ ম্যাচ এবং সিটি জিতেছে বাকি ৩ ম্যাচে।
তবে পরিসংখ্যান যে বিশাল ধাপ্পা, সেটি আরও একবার মনে করিয়ে দিতে হয়। কারণ, এ বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করলে গোল করা, গোল হজম করা, গোলের সম্ভাবনা তৈরি, বলের দখল, পাস এবং অন্য সব মানদণ্ডেও ইউনাইটেডের চেয়ে ঢের এগিয়ে ছিল সিটি। আজ রাতের ম্যাচেও নিশ্চিতভাবে ফেবারিট হিসেবে মাঠে নামবে গার্দিওলার সিটি। তবু ফাইনালের মতো ম্যাচে একটি মুহূর্ত বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। একটি পাস, কারও ব্যক্তিগত শৈলী কিংবা একটি শিশুতোষ ভুল ওলট–পালট করে দিতে পারে ম্যাচের ফল।