গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ
চাঁদপুরের মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন– কামরুল হোসেন (৪৫), তার স্ত্রী রহিমা (৩৫), মেয়ে ফাহিমা (২০), ফারিহা (১২) এবং পাশের ঘর থেকে আগুন নেভাতে এসে দগ্ধ হন কামরুলের ভাতিজা সজীব (১৯)।
স্থানীয়রা জানান, কামরুলের স্ত্রী রহিমা রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় খাবার গরম করছিলেন। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যে মালামালসহ ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কামরুলের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন জানান, দগ্ধ পাঁচ জনের মধ্যে রহিমার অবস্থা খুব খারাপ। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে, ২৪ মে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেণু দাস। এ সময় ক্ষতিগ্রস্তদের নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়।