চলতি মাসে নবমবারের মতো রাজধানী কিয়েভে মস্কো বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন
ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জানায়, ছয়টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা গুলি করে ভূপাতিত করেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘হামলায় দারনিতিয়া এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি’।
কিয়েভের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, ‘কাস্পিয়ান সাগরে কৌশলগত বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া’।
তিনি বলেন, ‘হামলায় সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার পর কিয়েভের আকাশে রিকনেসান্স ড্রোন মোতায়েন করে রাশিয়া’।
খেরসনের কাছে বুধবারের গোলাগুলিতে পাঁচ বছরের শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
কিয়েভের কর্মকর্তারা বলছেন, দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভিন্নিতসিয়া, খমেলনিটস্কি এবং জাইটোমিরের কেন্দ্রীয় অঞ্চলেও।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেন ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের সেনাবাহিনী চূড়ান্ত অপেক্ষায় আছে।