ফাইনালী এশিয়ান গেমসে অংশ নেবেন জামাল ভূঁইয়ারাও
অবশেষে ১৯তম এশিয়ান গেমসে নারী ফুটবল দলের সঙ্গে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ফুটবল দলও। প্রথমে শুধু নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত হলেও তীব্র সমলোচনার পর এবার সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়োশন (বিওএ)।
পুরুষ দলকে এশিয়ান গেমসে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গত কিছুদিন ধরেই আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অলিম্পিক বাছাইয়ে নারী দল না পাঠানো, সোহাগের দুর্নীতি, শীর্ষ কর্তাদের বেফাঁস মন্তব্য। মাঠের খেলার চেয়ে এসব নিয়েই হচ্ছে তুমুল সমালোচনা।
এর মাঝেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় আসন্ন এশিয়ান গেমসে পুরুষ দল না পাঠানোর। সেই সভায় উপস্থিত থেকেও এ বিষয়ে কোনো প্রতিবাদ করেননি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল।
কিন্তু কেন যাবে না পুরুষ দল, সেটি নিয়ে সমালোচনা হয় গণমাধ্যমে। এশিয়ান গেমসের সবশেষ আসরে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছিল জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ভালো কিছু না করলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা হতো ফুটবলারদের। সাফের পর আছে লম্বা বিরতি। সে সময়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ ব্যস্ত রাখবে ফুটবলারদের।
বিওএয়ের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আমরা আশা করছি ফুটবল দল খেলতে যাবে। কমিটির মধ্যে এটি নিয়ে একটু দ্বিধা-দ্বন্দ্ব ছিল। সে ব্যাপারে কথা হচ্ছে।’ ফাইনালী এশিয়ান গেমসে অংশ নেবেন জামাল ভূঁইয়ারাও।
অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিওএ। এশিয়ান গেমসে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। এদিকে আসন্ন এশিয়ান গেমস ও আগামী বছরের প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শেফ দ্য মিশনের নামও ঘোষণা করেছে বিওএ।
১৯তম এশিয়ান গেমসকে সামনে রেখে অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত হবে ফান রান।