বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত -১
বগুড়ার শাজাহানপুরে দ্রুত গামী অজ্ঞাত বাহনের ধাক্কায় ব্যাংকের একজন স্টাফ নিহত হয়েছেন ।
সোমবার (২২ মে ২৩) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি বগুড়া সদরের সাবগ্রাম খামারকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মৃত সাইর উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য মো ইয়াসিন আলী (৬০) তিনি মাঝিড়া ক্যান্টমেন্ট (ট্রাস্ট ব্যাংক) বি ব্লক সেনানিবাস শাখায় কর্মরর্ত ছিলেন ।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলী বর্তমানে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।
সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বি-ব্লকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে ।
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি