“আসিফ হোসেন ধ্রুব” বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেন বা কম বেশি যারা ক্রিকেট নিয়ে জ্ঞান রাখেন তারা আশিক হোসেন ধ্রুবকে সবাই চেনেন।
বাঁ হাতি এই ব্যাটার সবার কাছে ট্যালেন্টেড এবং হার্ড হিটিং ব্যাটার হিসেবে পরিচিত। মাঝে মাঝে ডান হাতের অফ ব্রেকের ভেল্কীও দেখাতে জানেন।
অভিষেকের পর থেকে কখনো হার্ড হিটিং আবার কখনো ম্যাচ শেষ শেষ করতে দেখা গেছে তাকে। তবে সম্প্রতি কালে ফর্মের উত্থান পতনের কারণে জাতীয় দলের আশেপাশে দেখা যাচ্ছে না। তবে আফিক ভক্তদের জন্য সুখবর এই যে, ওয়েস্ট ইন্ডিজ এ দল সফরে তিনি থাকছেন বাংলাদেশ এ দলের হয়ে “দলনেতা”।
এর আগে ঘরোয়া লিগে দল পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ সফরে দল পরিচালনা এবং নিজের পারফরমেন্সে কেমন ভেলকি দেখাতে পারেন। দর্শকরা নিশ্চয়ই চাইবেন আফিফ ফরমে ফিরুক। কারণ সামনেই যে ইন্ডিয়াতে বসতে যাচ্ছে বিশ্ব আসরের সর্বোচ্চ মর্যাদার লড়াই ২০২৩ বিশ্বকাপ।