বাজেটে এবার রপ্তানি খাতসহ কিছু ক্ষেত্রে করপোরেট কর বাড়তে পারে
পরবর্তী অর্থবছরের করপোরেট করহার কমছে না। বরং কিছু ক্ষেত্রে করহার বাড়ানোও হতে পারে।
নেক্সট অর্থবছরের করপোরেট করহার কমছে না। বরং কিছু ক্ষেত্রে করহার বাড়ানো হতে পারে। যেসব খাত দাঁড়িয়ে গেছে, সেসব খাতকে আগের চেয়ে বেশি কর দিতে হবে। কিংবা এত দিন ধরে করছাড় পেয়েও যারা ভালো করছে না, তেমন খাতের সুবিধা উঠিয়ে দেওয়া হতে পারে।
এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এখন কোন কোন খাত এই তালিকায় রাখা হবে, তা নিয়ে যাচাই-বাছাই চলছে।
কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রপ্তানি খাতের করপোরেট করের সুবিধা কমতে পারে। বর্তমানে পোশাক খাতসহ সব রপ্তানি খাতের করপোরেট করহার ১২ শতাংশ। পরিবেশবান্ধব কারখানা হলে এই হার ১০ শতাংশ। চলতি অর্থবছরের আগে শুধু পোশাক খাত এই সুবিধা পেত। চলতি অর্থবছর থেকে সব রপ্তানি খাত এই সুবিধা পাচ্ছে। তবে এখন করহার বাড়ানোর চিন্তাভাবনা চলছে।
এনবিআরের সূত্রগুলো বলছে, করপোরেট করহার ১৫ শতাংশে উন্নীত করা হতে পারে। দুই বছর আগেও এই করের হার ২০ শতাংশ ছিল।
কর্মকর্তারা বলছেন, এখন পোশাক খাতসহ রপ্তানি খাতের উৎসে কর কাটা হয় রপ্তানিমূল্যের ওপর। উৎসে করহার ১ শতাংশ। বছর শেষে উৎসে কর সমন্বয় করতে হলে রপ্তানিকারকদের অন্তত ১০ শতাংশের মতো মুনাফা করতে হয়। করপোরেট কর বাড়ানো হলে করহার সমন্বয় করার কাজটি সহজ হবে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন যেসব কর ছাড়ের মেয়াদ শেষ হবে, এর মেয়াদ আর নাও বাড়ানো হতে পারে।