বিদ্যুৎপৃষ্ট হয়ে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিনুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
নিহত জামিনুর উপজেলার চক চোপীনগর গ্রামের মৃত: আব্দুল জোব্বারের ছেলে। সে পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন ।
শনিবার(১৩ মে) বিকেল.৫ টার দিকে উপজেলার ১৩নং ওয়ার্ড গন্ডগ্রামে সাবমারসি পাম্প বসাতে গেলে এ দূঘর্টনা ঘটে ।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মিলন জানান, জামিনুর উপজেলার গন্ডগ্রামে জৈনিক ব্যক্তির বাড়িতে সাবমারসি পাম্প বসিয়ে বিদুৎ সংযোগ দিয়ে লাইন চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল.৫টার দিকে তার মৃত্যু হয় ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী বলেন ,শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে জামিনুর নামে এক টিউবওয়েল মিস্ত্রি মৃত্যুবরণ করেছেন, সদর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে ।
Read Latest News : ইসলামী জ্ঞান ভিত্তিক জাতি গঠনে ইমাম মোয়াজ্জিনের ভ‚মিকা গুরুত্বপূর্ণঃ