রংপুরে নারী ফুটবলারদের গ্রাম পালিচড়ায় স্টেডিয়ামের ড্রেসিং রুমে ঢুকে ৪ নারী ফুটবলারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক যুবক। তাদের মধ্যে একজন জাতীয় দলের ফুটবলার। শনিবার (১০ জুন) অনুশীলন শেষে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহায়তায় ওই যুবককে আটক করে পুলিশ।
যে জয়িতাদের হাত ধরে গর্বিত হয়েছে দেশের ফুটবল, তাদেরই কত না লাঞ্ছনার শিকার হতে হচ্ছে দিনে দিনে। রংপুরের পালিচড়ায় স্টেডিয়ামের ড্রেসিংরুমে ঢুকে নারী ফুটবলারদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে অনুশীলনের পর স্টেডিয়ামের ড্রেসিংরুমে ঢুকে পড়ে সেলিম নামে এক যুবক। এসময় সেলিম বাইরে থেকে উঁকিঝুকি দিলে মেয়েরা তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তিনি না গিয়ে উল্টো চোটপাট শুরু করলে মেয়েরা প্রতিবাদ জানায়। আর তাতেই ফুটবলারদের লাঞ্ছিত করে সেই যুবক। ঘটনার সময় মোবাইলফোনে ১২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ধারণ করেন হামলার শিকার একজন।
হামলার শিকার এক নারী ফুটবলার বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে ঢুকতে চেয়েছিল। আমাদের এক খেলোয়াড় যখন বাঁধা দেয়, তখন তার উপর সাইকেল তুলে দেয়।’ আরেক নারী ফুটবলার বলেন, ‘আমাদের অকথ্য ভাষায় গালি দেয়। আমরা কোন ধরনের সিকিউরিটি পাচ্ছিনা। আমাদের এই বিষয়টা যেন দেখা হয়।’