রাজধানীর বাংলামোটরের আগুন নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।