রিয়ালের জন্য স্বস্তির খবর
বার্নাব্যুতে অধিকাংশ সময় বল দখলে রেখে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে ভয় ধরিয়ে দিয়েছিল মুহুর্মুহু আক্রমণে। কিন্তু আচমকা গোল খেয়ে বসে তারা। তবে জিততে দেয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম লেগ ১-১ গোলের ড্র নিয়ে ঘরে ফেরে সিটিজেনরা। এবার ইতিহাদ স্টেডিয়ামে চূড়ান্ত পরীক্ষা, দুই দলের জন্যই। সমীকরণ সহজ, যে জিতবে তারাই যাবে ফাইনালে। যেখানে অপেক্ষা করছে ইন্টার মিলান।
গত ৯ বছরে পাঁচবার চ্যাম্পিয়ন রিয়াল। এর আগে সেমিফাইনালে দুইবারই ম্যানসিটি বাধা উতরে গেছে মাদ্রিদ ক্লাব। গতবার তো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটির ফাইনাল ছিনিয়ে নিয়েছিল তারা। ৪-৩ গোলে প্রথম লেগ জিতে বার্নাব্যুতে ফিরতি লেগে ১-০ গোলে এগিয়ে ছিল সিটিজেনরা। যোগ করা সময়ে রদ্রিগো দুই গোল করে ম্যাচ নেন অতিরিক্ত সময়ে, করিম বেনজেমার পেনাল্টিতে হৃদয় ভাঙে ইংলিশ ক্লাবের।
তবে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে আগের দুই সেমিফাইনালেরই দ্বিতীয় লেগে ম্যানসিটি খেলেছে মাদ্রিদে। কিন্তু এবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সাম্প্রতিক ফর্মও তাদের পক্ষে। টানা ২২ ম্যাচ অপরাজিত তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিহাদে তারা ১৫ ম্যাচ জয়ের ধারায়, এর মধ্যে ১৪টিতে অন্তত দুই গোল করেছে। আর ২০১৮ সালের সেপ্টেম্বরের পর থেকে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোনও ম্যাচ হারেনি সিটি। রিয়াল বাধা টপকাতে পারলে ক্লাব ইতিহাসের দ্বিতীয় ফাইনাল খেলবে সিটিজেনরা। তাহলে ২০০৯ সালে ম্যানইউর পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বপ্ন বেঁচে থাকবে তাদের।
মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ম্যানসিটির কোচ গার্দিওলা বললেন, ‘আমরা খুব ভালো বোধ করছি, আমাদের অনুভূতি ইতিবাচক। কিন্তু এই বাধা পেরিয়ে যেতে আমাদের গত সপ্তাহের চেয়ে আরও ভালো পারফরম্যান্স করতে হবে। তারা বহু বছর ধরে কী পুনরাবৃত্তি করছে সেটা জানি, সেভাবেই আমাদের খেলতে হবে। এটা শুধু সাহস আর দৃঢ়তার ব্যাপার নয়। বার্নাব্যুর চেয়েও ভালো কিছু করতে হবে আমাদের। আবেগে ভাসা যাবে না।’
এদিকে ফর্মের তুঙ্গে থাকা আর্লিং হাল্যান্ডকে নিয়ে সতর্ক রিয়াল। তাই বলে শুধু নরওয়েজিয়ান স্ট্রাইকারকে নিয়ে ভাবলে বিপদ হতে পারে বললেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘শুধু আর্লিং হাল্যান্ডকে নিয়ে ভাবলে চলবে না। আরও আছে কেভিন ডি ব্রুইনা, ইকে গুন্ডোগান ও রিয়াদ মাহরেজ? এটা কঠিন।’
১০ বছরে ষষ্ঠ ফাইনালে উঠতে সম্পূর্ণ আশাবাদী আনচেলত্তি, ‘আমরা গুরুত্বপূর্ণ জিনিসের খুব কাছে। আমরা পুরোপুরি আশাবাদী, উজ্জীবিত। কালকের ম্যাচ কঠিন হতে যাচ্ছে। কিন্তু কঠিন পরিস্থিতিতেই আমাদের সেরাটা বেরিয়ে আসে। এই ম্যাচ আনপ্রেডিক্টেবল। যদি মনে করেন আপনিই বিশ্বের সেরা দল, এর মানে শতভাগ নিশ্চিত হতে পারবেন না যে জিতবেন। এটা ব্যক্তিত্ব ও মানসিকতার ব্যাপার।’
রবিবার এভারটনের বিপক্ষে ম্যানসিটির জয়ের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিকে পূর্বসতর্কতা হিসেবে তুলে নেওয়া হয়েছিল। তবে তার চোট গুরুতর নয়। তাকে দেখা যাবে। ওই ম্যাচে বিশ্রামে থাকা কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা, জ্যাক গ্রিলিশ ও জন স্টোনস নিশ্চিতভাবে ফিরবেন রিয়ালের বিপক্ষে। ইনজুরির কারণে প্রথম লেগে খেলতে না পারা নাথান আকেকে নিয়ে কোনও ভালো খবর নেই।
এদিকে রিয়ালের জন্য স্বস্তির খবর। চ্যাম্পিয়নস লিগ নিষেধাজ্ঞার পর ডিফেন্ডার এডার মিলিতাও ফিরবেন। লা লিগার সবশেষ ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়া এদুয়ার্দো কামাভিঙ্গা সম্পূর্ণ ফিট। গেটাফের বিপক্ষে বিশ্রামে থাকা বেনজেমা, ভিনিসিউস, রদ্রিগো, লুকা মদরিচ, দানি কারভাহাল ও ডেভিড আলবা প্রাণবন্ত হয়ে মাঠে নামার অপেক্ষায়।