শাজাহানপুরে আলোচিত জমি নিয়ে বিরোধের অবসান
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের চকচুপিনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বহুল আলোচিত সমালোচিত হামলা মামলার পর অবশেষে উভয় পক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দের অবসান ঘটেছে।
রবিবার (১৪ মে ) উভয় পক্ষকে নিয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৈঠকে বসে উভয়ের সম্মতিতে শান্তিপূর্ণ ভাবে সমাধান শেষে তা লিখিত করা হয়। উল্লেখ্য, উপজেলার চোপীনগর ইউনিয়নের চকচুপিনগর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে নুর আলম এবং একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম সাজুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয় ভাবে একাধিক বার বৈঠকে বসেও কোন সমাধান না হওয়ায় গত ৮ মে রাতে শহিদুল ইসলাম সাজু লোকজন নিয়ে গিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা নুর আলমের টিনের বেড়া দিয়ে নির্মিত চায়ের দোকান ভাংচুর করে। এঘটনায় নুর আলম বাদি হয়ে ১৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন চেরু জানান, উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে বিষয়টি ভিন্নখাত ধারন করেছিল। অবশেষে সবার উপস্থিতিতে জমি পরিমাপ করে উভয় পক্ষকে বুঝে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাধান করা হয়েছে ।