শাজাহানপুরে “বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুরে জাতিসংঘ ঘোষিত “বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ” উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও আইডি কার্ড বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুএবার (১৯মে ২৩) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাইদুজ্জামান তারা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর। এ সময় নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রুহুল আমিন, সহ-সাধারন সম্পাদক সাংবাদিক ছানোয়ার হোসেন, আলহাজ্ব জহুরুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক আতিকুর রহমান, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান তোফা, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম পলাশ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক মতলুবুর রহমান মন্টু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রাব্বানী, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক আপেল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদীকা তানিয়া আকতার আইরিন, যুব বিষয়ক সম্পাদক আবু জাফর আলী, কার্যনির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, উজ্জল হোসেন, রেজাউল করিম মন্ডল, আমিনুর সরকার, এটিএম শরিফ উল আলম শিপন, মাসুম মিয়া, সুলতান আহমেদ মিন্টু সহ নিসচার কর্মীগণ উপস্থিত ছিলেন।