শাজাহানপুরে ৩য় বারের মতো শ্রেষ্ট শ্রেণীশিক্ষক নির্বাচিত হলেন মোঃ আতিকুর রহমান
বগুড়ার শাজাহানপুরে উপজেলা পর্যায়ে টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি)
নির্বাচিত হয়েছেন মোঃ আতিকুর রহমান ।
বুধবার (১৭ মে ২০২৩ খ্রি:) শাজাহানপুর উপজেলা পর্যায়ে ‘‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’’ উদ্যাপনের বিভিন্ন গ্রুপ ও বিষয়ে নির্বাচিত প্রতিযোগীদের ফলাফলে শ্রেষ্ট শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন উপজেলার সুনামধন্য ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মোঃ আতিকুর রহমান। তিনি বলেন, আমাদের শ্রমবাজারকে আধুনিকায়নের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তর ও দেশের শিল্পায়নের পথে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে চাকরির বাজারে উৎপাদনশীল খাতই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে।কারিগরি শিক্ষা একটি উৎপাদনভিত্তিক শিক্ষাব্যবস্থা, যা দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। কারিগরি শিক্ষা শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, এতে করে শ্রমিক সহজেই দেশীয় ও আন্তর্জতিক শ্রম বাজারে প্রবেশ করে দক্ষ জনশক্তি ও বৈদেশিক মুদ্রা আহরণ বৃদ্ধি করে। কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, প্রয়োজনীয় মূলধন অর্জন করে জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। কর্মমুখী শিক্ষা অথ্যাৎ ব্যবহারিক ও হাতেকলমে শিক্ষা শিক্ষার্থীদের কর্মের দক্ষতা বৃদ্ধি করে যা চাকরি বা কর্মসংস্থানের সৃষ্টি করে। তার এ সাফল্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ‘‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” বিচারকমন্ডলী সহ শাজাহানপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি । শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি) নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা ICT4Eফোরাম বগুড়ার সভাপতি আঃ বাতেন.সাধারন সম্পাদক জুলফিকার আলী, বিহিগ্রাম এডিইউ সেন্ট্রাল মাদরাসার অধ্যক্ষ আনম ইয়াহিয়া,ফুলতলা ফাজিল ড্রিগ্রিমাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,বামুনিয়া সমবায় ড্রিগ্রি মাদরাসার অধ্যক্ষ বিলাল হুসাইন,পারতেকুর দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলাম,বেলপুকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেন,টেকনো ট্রেণিং ইন্সটিটিউটের সভাপতি ডাঃ মনিরুজ্জামান স্বপণ,ইনচার্জ আরিফুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস শাজাহানপুর উপজেলা নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আ: হালিম দুদু,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সহ সভাপতি মোহতাছিম রব্বানী,সাধারন সম্পাদক জিয়াউল হক,সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া,ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম বিমান,প্রধান শিক্ষক আরজুমান আরা,বাংলাদেশ মানবধিকার কমিশন শাজাহানপুর উপজেলা কমিটির সভাপতি,শাহিন আলম,সাধারন সম্পাদক শামিম । ইতিপূর্বে কারিগরি শিক্ষার প্রচার প্রসারে কাজ করায় মাদারতেরেসা পদক ,ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল কর্তৃক নিতাজী সুবাসচন্দ্র পীচ এ্যাওয়ার্ড পেয়েছিলেন শিক্ষক মোঃ আতিকুর রহমান ।