শেরপুরে নিখোঁজের দুই দিন পর আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে নিখোঁজের দুইদিন পর আওয়ামী লীগ নেতা মহরম আলী খানের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (২৪ মে ২৩) সকালে শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজার সংলগ্ন বাঙালি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত মহরম সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুরিয়া গ্রামের মরহুম তাহেজ আলী খানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য বলে জানা গেছে ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, সীমাবাড়ী বাজার ব্রিজ এলাকায় বাঙালি নদী থেকে মহরম আলী খান নামে একজনের লাশ বুধবার সকাল নয়টার দিকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে ।
মহরম আলী খানের সহধর্মিণী মুর্শিদা খাতুন জানান, আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে ।