ঈদ উপলক্ষে নতুন পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে তিনটি সিনেমা নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। এগুলো হলো ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’। তবে প্রথম দুটি সিনেমা ঘিরে দর্শক এবং সংশ্লিষ্টদের মধ্যে রীতিমতো যুদ্ধ চলছে! দুই পক্ষই নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে অপর পক্ষকে ডুবিয়ে দিচ্ছে কদর্য আক্রমণের স্রোতে। শুধু সাধারণ দর্শকই না, এই লড়াইয়ে সামিল রয়েছেন খোদ সিনেমার নির্মাতা-প্রযোজক-শিল্পীরাও!
বহু দিন পর দেশের প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছে। এমন পরিস্থিতিতে সবার আনন্দিত-উচ্ছ্বসিত হওয়ার কথা। নতুন উদ্যমে আগামীর পরিকল্পনা সাজানোর কথা। অথচ সবাই নেমেছে কাদা ছোঁড়াছুড়িতে! ঠিক এ কারণেই মনঃক্ষুণ্ণ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১০ জুলাই) সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ফারুকী বললেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই। কারো ওইটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে- এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিলো। কিন্তু সেখানে পুরো জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছি। খুবই দুঃখজনক ছিলো ব্যাপারটা।’
আক্ষেপ প্রকাশ করে ফারুকী বলেছেন, ‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে তা না। বেশ কয়েক বছর ধরে দেখছি, ওটিটিকেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না।’
সবশেষে পরামর্শের সুরে ‘ডুব’ নির্মাতা বললেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’
উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’য় আছেন শাকিব খান ও ইধিকা পাল। আর চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমায় জুটি হয়েছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। ঈদের অন্য দুটি সিনেমা হলো সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ও বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’।